মুন্সীগঞ্জের সিরাজদিখানে তাঁতী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

হাবিব হাসান (মুন্সিগঞ্জ)প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ২৮ আগস্ট চারটায় উপজেলার বাস স্ট্যান্ড মোড়ে এ আয়োজন করে বাংলাদেশ তাঁতীলীগ সিরাজদিখান উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন চোকদার।

সিরাজদিখান উপজেলা তাঁতী লীগ সভাপতি
মো.রাসেল শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ মো.ইয়াছিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম লিটু।সিরাজদিখান উপজেলা শ্রমিকলীগ সভাপতি জিল্লুর রহমান সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সুমণ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বিল্লাল হোসেন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী সহ আরো অনেকেই। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।




error: Content is protected !!