মুন্সীগঞ্জের সিরাজদিখানে সি আর দত্ত বীর উত্তম স্মরণে শ্রদ্ধা অঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হলো।

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম
দত্তকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ জেলা এবং সিরাজদিখান উপজেলা শাখার যৌথ উদ্যোগ শোক’শ্রদ্ধায় স্মরণ করা হয়,জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে।
গতকাল ৪ সেপ্টেম্বর শুক্রবার ৪ টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ জেলার সভাপতি এড. অজয় চক্রবর্তী, সহ-সভাপতি অভিজিৎ দাস ববি।রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন চোকদার। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ জেলা সহ-সভাপতি শ্যামল চন্দ্র রায়।
সিরাজদিখান উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য দিলীপ কুমার দত্ত। সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়হরি মল্লিক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী। বিশেষ আলোচক ছিলেন,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বলরাম বাহাদুর।
সিরাজদিখান উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন রাজবংশীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি তাপস কুমার দাস। জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন রোজারিও, অর্থ বিষয়ক সম্পাদক তপন কুমার দাস। মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক কবি শামসুল হক। সিরাজদিখান উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদ আহবায়ক পরিতোষ দেবনাথ, যুগ্ম আহ্বায়ক দিলীপ চন্দ্র মন্ডল ও সদস্য সচিব দীপক চন্দ্র মন্ডল, ছাত্র যুব ঐক্য পরিষদ সিরাজদিখান উপজেলার প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জয়ন্ত ঘোষ,সুচিন্তা ফাউন্ডেশনের পরিচালক আশরাফ আহমেদ,সুুুুব্রত মন্ডল,রবীন্দ চক্রবর্তী,কৌশিক মন্ডল আকাশ, প্রসেনজিত মন্ডল,বিপ্লব শিল,সহ আরো অনেকেই।
উল্লেখ্য সি আর দত্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
সি আর দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে।
তিনি ছিলেন বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বিজিবি) প্রথম ডিরেক্টর জেনারেল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে সরকার




error: Content is protected !!