মুন্সীগঞ্জে পোল্ট্রি ফিডের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ।

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ

পোল্ট্রি ফিডের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে জেলা পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতি।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করে ব্যবসায়ীরা। মুরগির দাম কম থাকাতে খামারিরা দিনে দিনে লোকসান গুনতে গুনতে পথের ভিখারি হতে বসেছে।

এসময় ব্যবসায়ীরা বলেন- সিন্ডিকেট করে পোল্ট্রি ফিডের মূল্য বৃদ্ধির করছে কিছু অসাধু ব্যবসায়ী। এতে সাধারন খামারি ব্যবসায়ীদের পরতে হচ্ছে নানা বিড়ম্বনায়। পল্টি খেতে সরকারের সুনজর রাখা দরকার বলে মনে করেন সারাদেশের পোল্ট্রি খামারিরা।

এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতি আহবায়ক আব্দুর রহমান সরকার, সদস্য আব্দুল মতিন, সাবেক সভাপতি হুমায়ন কবির, সাবেক সাধারন সম্পদক নূর ইসলাম ও পোল্ট্রি খামারীরা প্রমুখ।




error: Content is protected !!