মোংলায় পানিতে অবরুদ্ধ পরিবারকে শুকনা খাবার পৌঁছে দিলেন ইউএনও কমলেশ
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
মোংলায় ঘূর্ণিঝড় সিত্রাং এর ফলে জোয়ারের পানিতে অবরুদ্ধ ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে মোংলা পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ঘূর্ণিঝড় সিত্রাং এর ফলে জোয়ারের পানিতে অবরুদ্ধ পরিবারকে ও অসহায় মানুষদের মাঝে গিয়ে তিনি শুকনো খাবার বিতরণ করেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, জনপ্রতিনিধিদের নিয়ে বন্যা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেছি। অনেক এলাকায় পানি ঢুকেছে। পানিবন্দি মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, দুর্যোগপূর্ণ অবস্থায় উপজেলা প্রশাসন সবসময় মোংলা উপজেলা মানুষের পাশে আছে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।