আলী আজীম,মোংলাঃ
মোংলায় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১নভেম্বর)বিকাল ৪টায় শ্রমকল্যাণ রোডস্থ রিমঝিম হলের সামনে এ কর্মসূচি পালন করে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।
এসময় ইউনিয়নের সভাপতি মোঃ শেখ ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ এরশাদুজ্জামান সেলিম, যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক, যুগ্ম সম্পাদক আলমঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আজগার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,পৌর ভ্যান রিক্সা স্ট্যান্ডে পৌরসভা কর্তৃক স্থায়ী সাইন বোর্ড স্থাপন করা,অবৈধ নছিমন,করিমন ও টমটমে শব্দ দূষণ ও পৌর এলাকায় যাত্রী পরিবহন বন্ধ করা,পৌর এলাকায় সকল ফুটপাত দখলমুক্ত করা,মিনি যাত্রী ছাউনি নির্মান করা,সকল ভ্যান স্ট্যান্ডে বিশুদ্ধ খাবার পানির স্থায়ী ব্যাবস্থা করা,পৌরসভা কর্তৃক ভিজিএফ কার্ড বরাদ্বকালীন সময় দারীদ্র ভ্যান ও রিক্সা চালকদের জন্য ৬০% কার্ড বরাদ্ব রাখতে হবে।
অনতিবিলম্বে এসকল দাবী না মানলে লাগাতার কর্মসূচির ঘোষনা দিয়েছেন বক্তারা।
এসময় বক্তারা চলমান মহামারি করোনা (কোভিড-১৯) কালীন অসহায় শ্রমিকদের কথা বিবেচনা করে তাদেরকে সহযোগিতার আহবান জানান।