আলী আজীম,মোংলা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার আহ্বান সংবলিত ঐতিহাসিক ভাসন দিয়েছিলেন।
ভাষনের দিনটি এবার প্রথম বারের মত জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।২০১৭ সালের বঙ্গবন্ধুর এই ভাষনকে জাতিসংঘের শিক্ষা,বিঙ্গান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত দেয়।
জাতীয় দিবস উপলক্ষে রবিবার(৭ই মার্চ) বিকেলে বাংলাদেশ পুলিশ মোংলা থানার আয়োজনে রিমঝিম হল চত্বরে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মোংলা থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ নজরুল ইসলাম,বিপিএম,পিপিএম,অতিরিক্ত ডিআইজি(ক্রাইম) খুলনা রেঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার,সহকারী কমিশনার(ভুমি) নয়ন কুমার রাজবংশী,মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু,মোংলা কলেজের প্রিন্সিপাল গোলাম সরোয়ার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিবিতেশ বিশ্বাস,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম,পৌর যুবলীগের সভাপতি মোঃ কবির হোসেন।