মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মে ২৯, ২০২২

মাসুদ আলম চয়ন, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার
এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর আওতাধীন মৌলভীবাজার সদর উপজেলার
প্রায় দশ একর জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে আজ ২৯ মে
সকালে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে দুই শতাধিক কাঁচা-পাকা স্থাপনাসহ উচ্ছেদ
অভিযান শুরু হয়। শেরপুর বাজারের মৌলভীবাজার-শেরপুর সড়কের প‚র্ব পাশে
বুলডোজর দিয়ে কাঁচা ও পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উপড়ে ফেলা হচ্ছে
লোহার খুঁটি, ভাঙা হচ্ছে একটার পর একটা স্থাপনা। অপর দিকে সড়কের পশ্চিম
পাশে একই রকম বুলডোজার দিয়ে স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে। এসব স্থাপনা ও
দোকানের মালিক ভেঙে ফেলা ঘরের ইট, কাঠ, লোহার রড, টিনসহ বিভিন্ন
জিনিসপত্র কুড়িয়ে নিচ্ছেন। কয়েক শ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে এ উচ্ছেদ
অভিযান দেখছে।সওজ মৌলভীবাজার কার্যালয় ও স্থানীয় স‚ত্রে জানা গেছে,
দীর্ঘদিন ধরে শেরপুর বাজার এলাকায় মৌলভীবাজার-শেরপুর সড়কের দুপাশে
অবৈধভাবে সওজের জায়গা দখল করে অনেকে ছোটবড় পাকা স্থাপনা নির্মাণ করে
ব্যবসা করছেন। অনেকে দোকানঘর তৈরি করে ভাড়া দিয়েছেন। এসব দখলদারকে সওজের
পক্ষ থেকে বিভিন্ন সময়ে অবৈধ দখল ছাড়তে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু
বিজ্ঞপ্তির প্রতি কেউই গুরুত্ব দেননি। এদিকে সওজের পক্ষ থেকে অবৈধ স্থাপনা
সরানোর জন্য ২৫ ও ২৬ মে শেরপুর বাজার এলাকায় মাইকিং করা হয়। কিন্তু কেউই
জায়গা ছাড়তে চাননি। ফলে রবিবার থেকে সওজের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান
চালানো হয় এতে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ এবং অবৈধ দখল থেকে প্রায় দশ
একর জায়গা উদ্ধার করা হয়েছে। বর্তমানে এই জায়গার বাজারম‚ল্য প্রায় বিশ
কোটি টাকা। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
সাবরিনা রহমান বাধঁন, এডিসি আব্দুল হক, সড়ক ও জনপথের নির্বাহী
প্রকৌশলী জিয়া উদ্দিন,সহ কািমশনার (এসিল্যান্ড)মুস্তাফিজুর রহমান প্রমুখ।
সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
জিয়া উদ্দিন বলেন- ‘আমরা অনেকবার দখলদারদের জায়গা ছাড়ার জন্য নোটিশ
দিয়েছি। কিন্তু কেউ শোনেনি। পরে মাইকিং করা হয়েছে। এরপর উচ্ছেদ অভিযান
পরিচালনা করা হয়েছে। আমরা এর আগেও উচ্ছেদ করেছি। এবার আমরা একটা প্লান
করেই উচ্ছেদ অভিযান করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা
রহমান বাধঁন এই অভিযানে মুখ্য ভূমিকা পালন করেছেন।




error: Content is protected !!