মৌলভীবাজার পৌরসভা নির্বাচন সামনে রেখে জেলা বিনপির সংবাদ সম্মেলন।
মাসুদ আলম চয়ন মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।আগামী ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে সব কটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্যেখ করে আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তারা এই দাবি জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী অলিউর রহমান বলেন, মৌলভীবাজার পৌরসভায় নির্বাচনের পরিবেশ নাই। কারন গতকাল বুধবার বিকেলে শহরের শাহ মোস্তফা রোডে গনসংযোগ চলাকালে আওয়ামী সন্ত্রাসীরা তার কর্মীবাহিনী ও বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। এবিষয়ে তারা থানায় লিখিত অভিযোগ করেছেন। এরপর থেকে নির্বাচনে গনসংযোগ করার কোন পরিবেশ রয়েছে বলে আমি মনে করিনা।আমার কর্মীবাহিনী ও আমি শংকিত রয়েছি।তিনি আরো জানান,আগামী ২৪ঘন্টার মধ্যে নির্বাচনের পরিবেশ তৈরী করতে জেলা রিটার্নিং অফিসার,জেলা প্রশাসক,পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এসময় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাছির রহমান, সহ-সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,মোয়াজ্জেম হোসেন মাতুক,ফখরুল ইসলাম,সাবু মিয়া,মতিন বখশ,জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।