যুক্তরাষ্ট্রের নাবিক অর্থায়নে এবং ডিবিসি বাস্তবায়নে বাহুবলে কোর্টআন্দর অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৪

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায়
যুক্তরাষ্ট্র নাবিক এর অর্থায়নে এবং ডিবিসি বাস্তবায়নে কোর্টআন্দর অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে
পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে । শনিবার (১৬ মার্চ) বিকালে
উপজেলার মিরপুর ইউনিয়নে ঐতিহাসিক কোর্টআন্দর জহুরুন্নেছা-মতিন ক্লিনিক এর সামনে নর্থ আমেরিকা
বাংলাদেশ ইসলামিক কমিউনিটি ( নাবিক) পরিবার গ্রুপের অর্থায়নে এবং ঢাকা মিরপুর এলাকায় অবস্থিত
এনজিও সংস্থা ডু বেটার ফর দি চিলড্রেনস ( ডিবিসি) এর বাস্তবায়নে প্রতি বছরের ন্যায় এবার ও এলাকাসহ
পার্শবর্তী গ্রাম এবং আশ্রায়ন প্রকল্পের ভূমিহীন পরিবারের হাজারো কর্মহীন , ভিক্ষুক, এতিম ,
প্রতিবন্ধী , নিম্ন আয়ের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে এ সেহরি ও
ইফতার সামগ্রী বিতরণ করা হয় । দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশন এর সভাপতি দেওয়ান সৈয়দ আব্দুল
ওয়াদুদ এর সভাপতিত্বে ও জহুরুন্নেছা – মতিন ক্লিনিকের ব্যবস্থাপক সৈয়দ মাহমুদুল হাসান অনিকের
পরিচালনায় এ সেহরি ও ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন কোর্ট আনন্দ জহুরুন্নেছা- মতিন
ক্লিনিকের এমবিবিএস ( স্বাস্থ্য) ডাক্তার আদিলুর রহমান , শায়েস্তাগঞ্জঅনলাইন প্রেস ক্লাবের সভাপতি
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশন এর সহ-সভাপতি সৈয়দ জামিল রেজা ,
সাধারণ সম্পাদক পীরজাদা সৈয়দ মওদুদ আহমেদ , কোর্ট আন্দর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা
রুকনউজ্জামান প্রমূখ। সেহরি ও ইফতার সামগ্রী বিতরণের পূর্বে দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশন এর
সভাপতি দেওয়ান সৈয়দ আব্দুল ওয়াদুদ বলেন , প্রতি বছরে পবিত্র রমজান , ঈদুল ফিতর ঈদুল আজহা
উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে সেহরি , ইফতার সামগ্রী , শাড়ি , লুঙ্গি , মাংস সহ অসহায় পরিবারের
বিয়েতে সাহায্য করে যাচ্ছেন আমাদের পরিবারের সদস্যদের বিশেষ সহযোগিতায় এসব উদ্যোগ নিয়ে থাকি এবং
আসন্ন পবিত্র রমজান মাসে এসব অসহায় হতদরিদ্র পরিবার গুলো একটু সহজে এবাদত বন্দেগী করতে পারে ,
সেজন্য আমাদের প্রয়াস। তিনি আরো বলেন , হবিগঞ্জ তথা বাহুবলের কৃতি সন্তান এবং যুক্তরাষ্ট্র বিশ্ব
বিদ্যালয় অধ্যাপক ডক্টর দেওয়ান সৈয়দ আব্দুল মজিদ এর প্রচেষ্টায় ২০২০ সালে নর্থ আমেরিকা বাংলাদেশ
ইসলামিক কমিউনিটি ( নাবিক) অর্থায়নে বাহুবল উপজেলা মিরপুর ইউনিয়নে কোর্ট আন্দর দেওয়ান আব্দুল
মতিন – জহুরুন্নেছা তরফদার এর স্বরণে স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করেন । উক্ত স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রতি
সপ্তাহে শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপী মেডিসিন বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা অসহায় রোগীদের
বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা এবং বিনা টাকায় ফ্রি ঔষধ প্রদান করে যাচ্ছে ক্লিনিক । দীর্ঘ দিন ধরে এই
ফ্রি চিকিৎসা সেবা দেওয়ায় শত শত রোগী কঠিন রোগ থেকে আরোগ্য হয়েছে । #




error: Content is protected !!