
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় রামপালে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার(২৯ আগস্ট) সকাল ১০ টায় ১নং গৌরম্ভা ইউনিয়ন পরিষদ চত্বরে ২৭০ জন মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর পূর্বে আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেন,বর্তমান সরকার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।যেন একজন মানুষও অভুক্ত না থাকে এজন্যই উপমন্ত্রী তার ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণের ব্যবস্থা করেছন।তিনি সবাইকে করোনা বিধি মেনে চলার জন্য আহ্বান জানান।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন,১নং গৌরম্ভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী গিয়াস উদ্দিন,রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন,ভাইস-চেয়ারম্যান নুরুল হক লিপন ,রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, রামপাল থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম সহ প্রমূখ।