লকডাউনে সরকারী আদেশ অমান্য করে হিলিতে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা ও মাক্ম বিহিন পথচারী কে জরিমানা
আসলাম উদ্দিন দিনাজপুর পুর প্রতিনিধিঃ
সারা দেশে ১৪ই এপ্রিল হতে কঠোর লকডাউন চলছে। এই কঠোর লকডাউনের সময় সরকারী নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দিনাজপুরের হিলি ও আশে পাশের বাজারগুলোতে দোকান খুলে রাখা ওমাক্ম বিহীন রাস্তায় বিনা প্রয়োজনে ঘুরে বেড়ানোর অপরাধে ৯জনকে ৩৯হাজার ১০০টাকা জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট নুরে আলম।এ সময় সহকারী পুলিশ সুপার ফখরুল ইসলাম হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এসভয় নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলার হিলি চারমাথা সাতকুড়ি রেলগেট মংলা নয়ানগর বাজার ষ্টেশন ডাঙ্গাপাড়া বাজারে অভিযানে অভিযান পরিচালনা করে উক্ত পরিমান অর্থ জরিমানা করেন।তিনি বলেন আমরা এক অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করছি এক মাত্র জনসচেতনতা স্বাস্থ্য বিধি মানলেই এ যুদ্ধে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। এবারের লকডাউনে অধিকাংশ মানুষ মাক্ম ব্যবহার করছে আমরা বিনামুল্যে মাক্ম বিতরণ করছি মাইকিং করে প্রচার প্রচারনা করা হচ্ছে জনগন কে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়।