লকডাউন বাস্তবায়নে তাহিরপুরের বিভিন্ন বাজারে অভিযান

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২১

সুনামগঞ্জ প্রতিনিধি::

করোনা প্রাদুর্ভাবে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ মানতে প্রতিদিনের ন্যায় তাহিরপুর উপজেলার হাওর কেন্দ্রিক প্রত্যন্ত অঞ্চলে, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযানে, ৯টি মামলায় ৯জনকে ১হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।

রবিবার (৪জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির এর নেতৃত্বে ও তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ তরফদার এর সার্বিক সহযোগিতায়, উপজেলার হাওর কেন্দ্রিক প্রত্যন্ত অঞ্চল শ্রীপুর বাজার, সুলেমানপুর বাজারসহ বিভিন্ন বাজারে সচেতনতামূলক প্রচার ও সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৯টি মামলায় ৯জনকে ১ হাজার ৯ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোঃ রায়হান কবির।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ, বিজিবি ও স্থানীয় গণমাধ্যম কর্মী।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, করোনা প্রাদুর্ভাবে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে, এবং ঘরে থাকতে অনুরোধ জানান।




error: Content is protected !!