লালমোহনের ২০ পরিবার পেলো নিরাপদ আশ্রয়ের ঠিকানা

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে ২০ টি ভূমি ও গৃহহীন পরিবার পেয়েছে সেমি পাঁকা ঘরের চাবি। এতে করে নিরাপদ আশ্রয়ের ঠিকানা পেলো এসব পরিবারগুলো। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫৯টি উপজেলায় ভূমি ও গৃহহীন মানুষদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেওয়ার অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে ২০ টি ঘরের চাবি তুলে দেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।এসময় তিনি বলেন, সারা দুনিয়াতে এটি প্রথম এবং একমাত্র ঘটনা একসঙ্গে বিনা পয়সায় এত ঘর করে দেওয়া। এসব ঘর করে মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দুনিয়াতে একটি নজির স্থাপন করেছেন।উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ইউএনও আল-নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, এ্যাসিল্যান্ড জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।।




error: Content is protected !!