এনামুল হক রিংকু লালমোহন ভোলা প্রতিনিধিঃ
ভোলা জেলার লালমোহনে না না আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত। লালমোহন
উপজেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠন ও উপজেলা প্রশাসনের আয়োজেনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ০৭ মার্চ পালন উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে একটি আনন্দ র্যালী ও ঐতিহাসিক ০৭ মার্চ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
ঐতিহাসিক ০৭ মার্চ পালন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখা সহযোগী সংগঠন এবং উপজেলা প্রশাসনের আয়োজেনে প্রথমে সকাল ৭. ৩০ মিনিটে
বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখার প্রধান কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখার প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষন সম্প্রচার, সকাল ৮.৩০ মিনিটে বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখার প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল আনন্দ র্যালী বের হয়ে লালমোহন সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক মাঠে এসে শেষ হয়, সকাল ৯.৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যাুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখার ও সহযোগী সংগঠন, মুক্তি যোদ্ধা সংগঠন ও উপজেলা প্রশাসন। পরে সর্বশেষ সকাল ১০ ঘটিকায় লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে বঙ্গবন্ধু মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এর সভাপতিত্বে ঐতিহাসিক ০৭ মার্চ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাছাড়া উপজেলা প্রশাসনের আয়োজেনে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এর নেতৃত্বে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন স্কুল কলেজ,বিভিন্ন সামাজিক সংগঠনের আনন্দ র্যালী বের করেন ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল
সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।