শারদীয়া দূর্গা পূজার মহা ৬ষ্ঠীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় হাটহাজারী সার্কেলের অতিরিত্ত পুলিশ সুপার, আব্দুল্লাহ আল মাসুম

আসলাম পারভেজ,, হাটহাজারীঃ
চট্রগ্রামের হাটহাজারী পৌরসভাস্থ ফটিকা এলাকায় সার্বজনীন শারদীয়া দূর্গা উৎসব উৎযাপন পরিষদের উদ্যোগে শারদীয়া দূর্গা পূজার মহা ৬ষ্ঠীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২অক্টোবর) সন্ধ্যায় নবারুন সংঘের আয়োজনে উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শর্বরী দে এর সঞ্চালনায় পরিষদের সভাপতি সুজন কুমার দে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সার্কেলে অতিঃ পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম।
মাস্ক বিতরণে মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাসেল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ হাটহাজারী শাখার সভাপতি লায়ন অশোক নাথ, সাংবাদিক সুমন পল্লব, নবারুন সংঘের সভাপতি কৃষ্ণ প্রসাদ ঘোষ, ছাত্রলীগ নেতা জিসান মহিমসহ বিশিষ্টজনরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে সন্মননা স্মারক প্রদান করা হয়।