শায়েস্তাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ “শেখ
হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” ও টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই
আজ অগ্রগণ্য” প্রতি বছরের ন্যায় এবারো এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জের
শায়েস্তাগঞ্জ উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক
নারী দিবস। এ কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা পালন করা
হয়েছে। মঙ্গলবার (৮ই মার্চ) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালি নিয়ে পৌর শহরের পথ পদক্ষিণ করে উপজেলা নির্বাহী
অফিসারের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পরে বিকাল ৪ টায় উপজেলা পরিষদের সম্মেলন
কক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলার প্রশাসন ও উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা
আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার
ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান
ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
মোহাম্মদ আলী, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা
অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, পৌরসভা সংরক্ষিত
মহিলা কাউন্সিলর তহুরা খাতুন লাইজু, কাউন্সিলর আফসানা ডলি, কাউন্সিলর আছমা
আক্তার, জেলা মহিলা বিষয়ক সভানেত্রী বীর মুক্তিযোদ্ধা, ফাতেমা খাতুন, নুরপুর
মহিলা বিষয়ক এনজিও সভানেত্রী শিমু আক্তার প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে বলেন,
আমাদের মাননীয় প্রধান মন্ত্রী একজন নারী। অনেক উন্নত দেশের চেয়েও এদেশের
মানুষকে সুরক্ষা দিতে সক্ষম হয়েছেন। ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের
চেতনায় উজ্জীবিত হয়ে এদেশের নারীরা যাতে আরো এগিয়ে যেতে পারে। সেজন্যে
সবার প্রতি আহবান জনান তিনি। তিনি আরো বলেন, নারী সমাজের জন্য একটি
সুন্দর অবস্থান নিশ্চিত করতে চান। নারী সংস্কৃত ভালো রাখতে ও এগিয়ে নিতে
বিশেষ দায়িত্ব পালনের প্রতিশ্রæতি ব্যক্ত করেন।




error: Content is protected !!