সৌরভ পাল চৌধুরী, শায়েস্তাগঞ্জ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য সরকারের নিদের্শনা অমান্য করে মুখে মাস্ক ব্যবহার না করায় দুই পথচারী ও এক ব্যবসায়ীকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (৮ জুন) উপজেলার পুরানবাজারে অভিযান চালিয়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ধারায় জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ।
জানা যায়, মুখে মাস্ক ব্যবহার না করায় পথচারী হারুন কে ১ হাজার ও কদ্দুস ৫০০ টাকা। এছাড়াও চাউলের ব্যবসায়ী রহমান মিয়াকে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ে বাইরে ঘোরাফেরা করায় দুইজন পথচারি ও এক ব্যবসায়ীকে একই অপরাধে জরিমানা করা হয়।