শোকাবহ আগস্ট মাস উপলক্ষে বঙ্গবন্ধু পরিবারসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনা

প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট শোকাবহ আগস্ট মাস উপলক্ষে বঙ্গবন্ধু পরিবারসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪) আগস্ট বিকালে “অনুশীলন” শিক্ষা, সামাজিক ও সেবামূলক প্রয়াস এর উদ্যোগে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে স্মরণ সভা ও বঙ্গবন্ধু পরিবারসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আবিদা খাতুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক, চুনারুঘাট পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মিয়া মহালদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল গাফফার, ইংল্যান্ড প্রবাসী মুক্তাদির কৃষাণ চৌধুরী, চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু,সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান রিপন, পৌর যুবলীগ নেতা মাজেদুল ইসলাম লুবন, অনুশীলন” শিক্ষা, সামাজিক ও সেবামূলক প্রয়াস এর সভাপতি ডাঃ এ আর চৌধুরী রাহি ও সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমূখ।




error: Content is protected !!