ষড়যন্ত্র মুলক নারী নির্যাতন মামলায় নবীগঞ্জের দুই সিনিয়র সাংবাদিকের জামিন লাভ৷

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২২

নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জের দুই সিনিয়র সাংবাদিক (১৪ মার্চ) একটি ষড়যন্ত্র মূলক হয়রানী ও কথিত অপহরণ চেষ্টা ও শ্লীলতাহানীর মামলায় হবিগঞ্জ বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ বিজ্ঞ বিচারক হালিম উল্লাহ্ চৌধুরী’র আদালতে দুই জাতীয় পত্রিকার সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন। পূর্ব বিরোধের জের ধরে কতিথ সাংবাদিক পরিচয়ধারী বহুল আলোচিত সমালোচিত রহস্যময় নারী ফরজুন আক্তার মনি নবীগঞ্জের ৫ জন জাতীয় পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক শ্লীলতাহানির অভিযোগ তুলে ২০২০ সালের ৬ এপ্রিল নবীগঞ্জ থানায় একটি মামলা করেন। সাজানো ঐ মামলায় ৫জন সাংবাদিকসহ ৬জনকে আসামী করা হয়। আসামীরা হলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক এম,এ আহমদ আজাদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক এম,মুজিবুর রহমান,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শাহ সুলতান আহমদ,চ্যানেল এস এর সাংবাদিক বুলবুল আহমদ এবং কলেজ ছাত্র সাকির আহমদ ।
প্রাথমিক ভাবে ঐমামলায় নবীগঞ্জ থানা পুলিশ একজনের বিরুদ্ধে প্রতিবেদন দিলে পরবর্তীতে কথিত সাংবাদিক ফরজুন আক্তার মনির নারাজির প্রেক্ষিতে তদন্ত হবিগঞ্জ পিবিআই পুলিশের কাছে প্রদান করা হয়। পিবিআই এর এসআই শাহনেয়াজ বাদীর মানিত অধিকাংশ স্বাক্ষীদের জবান বন্ধী গ্রহন না করেই নিজের ইচ্ছামতো আরজির চেয়ে অতিরঞ্জিত তদন্ত প্রতিবেদন লিখে আদালতে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। যা স্বাক্ষীরা এফিডেভিটে উল্লেখ করেছেন। গত ৭ মার্চ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল এর বিচারক হালিম উল্লাহ চৌধুরী আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যূ করেন।
খবর পেয়ে হবিগঞ্জ জেলাজুড়ে সাংবাদিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃস্টি হয়,এরই প্রেক্ষিতে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক এম,এ আহমদ আজাদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক এম,মুজিবুর রহমান অদ্য ১৪ মার্চ বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ বিজ্ঞ বিচারক হালিম উল্লাহ্ চৌধুরীর আদালতে দুই জাতীয় পত্রিকার সাংবাদিকের জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত বিরোধীয় জেরধরে করা উক্ত মামলায় আসামী দুইজনকে জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য যে কথিত সাংবাদিক ফরজুন আক্তার মনি ফেসবুকে সাংবাদিক আজাদ সহ সুশীল সমাজের্ গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর পোষ্ট করলে এম,এ আহমদ আজাদ বাদী হয়ে ২০১৯ সালেল সেপ্টেম্বরে নবীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করলে, নবীগঞ্জ থানা পুলিশ সেই আলোচিত সমালোচিত ফরজুন আক্তার মনিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। তিন মাস জেল হাজতে থাকার পর উচ্চ আদালতের জামিনে বেরিয়ে আসেন। এর পরই ঐ ষড়যন্ত্র মূলক ভাবে সাংবাদিক আজাদ সহ ৬জনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলাটি দায়ের করেন।
গতকাল দুই সিনিয়র সাংবাদিকের পক্ষে মামলার শোনানিতে অংশ নেন বিজ্ঞ অ্যাডভোকেট ও হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ বদরু মিয়া বদরুল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরীফ, এডভোকেট শাহ ফখরুজ্জামান
বিশিষ্ট আইনজীবী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা এডভোকেট সুলতান মাহমুদ, এডঃ মুজিবুর রহমান কাজল, এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট আব্দুল বাছিত প্রমূখ, বাদীপক্ষের আইনজীবী ছিলেন এড. নুরুজ্জামান চৌধুরী ও রাষ্ট্র পক্ষে স্পেশাল পিপি এড, মোঃ মোস্তফা মিয়া প্রমূখ।




error: Content is protected !!