সন্তানের রডের আঘাতে আহত মা

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে সতিনপো জজ মিয়া (৩০)’র রডের ঘাই’য়ে রক্তাক্ত হলেন বৃদ্ধা সত মা মালেকা বেগম (৬৫)।
এমন ন্যক্কারজনক ঘটনাটি ঘটে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন’র বালিয়াঘাট (বাদারঘড়) গ্রামে।
আহত মালেকা হলেন, কবিরাজ আব্দুল রশিদের ১ম স্ত্রী ও পল্লী চকিৎসক মোঃ আব্দুর রাজ্জাকের মা এবং পাষণ্ড ছেলে হলেন ওই কবিরাজের ২য় স্ত্রীর বড় ছেলে।
স্থানীয়রা জানান, পাষণ্ড জজ মিয়া প্রায় সময় তার স্ত্রীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে অমানুষিক নির্যাতন,নিপীড়ন করে আসছে।
আজ ১৯ শে অক্টোবর সোমবার সকাল ১০ টার দিকে পাষণ্ড জজ মিয়া তার স্ত্রীকে অমানুষিক নির্যাতন শুরু করে। পরে ওই নির্যাতিতার চিৎকার শুনে ছুটে গিয়ে হাজির হন মালেকা বেগম। পাষণ্ড জজ মিয়ার হাতে থাক রড(শাবল) দিয়ে ঘাই মারে তার সস্ত্রীকে, ওই রড (শাবল)’র ঘাই ফসকে গিয়ে বৃদ্ধা সত মা মালেকা বেগমের(৬৫) বুকে লাগে গুরুতর রক্তাক্ত আহত হন, মুহূর্তেই লুটে পড়েন মাটিতে।
পরে ওই বৃদ্ধা মালেকা বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
আহত বৃদ্ধার চিকিৎসা নিয়ে তার স্বজনরা ব্যস্ত থাকায় এবিষয়ে কারো বক্তব্য নেয়া যায়নি।
এবিষয়ে জজ মিয়া মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তাহিরপুর থানার ওসি মোঃ আব্দল লতিফ তরফদার জানান, এবিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহন করবো। তিনি আরো বলেন, কোন অভিযোগ না করলেও বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখাবো




error: Content is protected !!