হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা এখন পর্যন্ত না হলেও
১৪ টি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেতে প্রার্থীরা ব্যানার ফেস্টুনে প্রচার ও নানাবিধ সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। নৌকার মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির হচ্ছেন। সাধারণ জনগণকে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নের। গরীব অসহায়দের খাদ্য সহায়তা, বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে উপজেলার দক্ষিনে জৈনসার ইউনিয়নের অবস্থান। ১১ টি ছোট-বড় গ্রাম মিলিয়ে ৯টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত ১৩ নং জৈনসার ইউনিয়ন পরিষদ। আসন্ন জৈনসার ইউপি নির্বাচনে এবার নৌকার মাঝি হতে চায় ৫ জন। ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (প্রতীক নৌকা) পেতে ৫ জন উপজেলা আওয়ামী লীগের বরাবর জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। জৈনসার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ কমিটির সাবেক সদস্য শেখ মোহাম্মদ জাকির হোসেন দলীয় মনোনয়ন পেতে প্রচার-প্রচারণা ও সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেতে চায় সাবেক ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল খায়ের বেপারী। জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি মো. লুৎফর রহমান। চেয়ারম্যান পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জামান হাওলাদার রতন। জৈনসার ইউনিয়নের আসন্ন নির্বাচনকে ঘিরে ৫জন মনোনয়ন প্রত্যাশী ইউনিয়নের সাধারণ ভোটারদের বাড়িতেও হাজির হয়ে দোয়া ও ভোট প্রার্থনা করছেন।