সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শনই হওয়া উচিৎ প্রতিটি মানুষের কর্তব্য।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২৯তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে ।
‘কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের দ্বীতল ভবনে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজন অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
সভায় বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ইকবাল হোসেন,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ,উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।