আবু জাহান তালুকদার::সুনামগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশ নদী পরিব্রাজক দল সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক নদী আড্ডা অনুষ্টিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোদাচ্ছির আলম সুবল এর সভাপতিত্বে অনুষ্টিত নদী আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো.মনির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান।
এসময় অনুষ্ঠিত নদী আড্ডায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার সাঈদ, সহ-সভাপতি ড. মো.আলী সিদ্দিক, এক্সিবিউটিব সেক্রেটারি ইসলাম মাহমুদ, কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন সুহেল, সুনামগঞ্জ জেলার শাখার সিনিয়র সহ-সভাপতি সুদিন চন্দ্র পাল, সহ-সভাপতি মো.আব্দুল গফুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক মো.খায়রুল আলম, সদস্য ক্বারী মিজানুর রহমান ডালিম, সদস্য হুমায়ুন কবির প্রমুখ।
এসময় অনুষ্ঠিত নদী আড্ডায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদীর নাব্যতা, নদী দখল, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে বিভিন্ন গ্রাম বিলীন হওয়ার সম্মুখীন, নদী সরজমিনে পরিদর্শন করে কমিশনে ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও আগামী ৩১আগস্ট ই-কনভেনশন সফল করার বিষয়ে আলোচনা। সুনামগঞ্জ জেলা পরিব্রাজক দলের মাধ্যমে আগামী এপ্রিল আন্তর্জাতিক নদী সম্মেলন সিংগাপুর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়।