সুশান্ত দাশগুপ্ত ও শোয়েব চৌধুরীরসহ ১৪ জনের বিরোদ্ধে ২৫০ কোটি টাকার মানহানীর মামলা

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১

অপরাধ ডেক্সঃ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাশগুপ্ত সহ ১৪ জনের বিরোদ্ধে ২৫০ কোটি টাকার মানহানীর মামলা দায়ের হয়েছে। সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এর ব্যক্তিগত সহকারী সূদীপ দাস গং বাদী হয়ে গত ২৯ এপ্রিল হবিগঞ্জ যুগ্ন দায়ার জজ আদালতে মামলাটি দায়ের করেন।আদালত দেওয়ানী মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরোদ্ধে সমনের আদেশ দিয়েছেন। এ প্রেক্ষিতে আসামীদের নোটিশ প্রদান করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। মামলার আইনজীবী জানান, সুশান্ত দাস গুপ্ত ও শোয়েব চৌধুরীসহ ১৪ জন আসামী পরস্পর অন্যায় যোগাযোগ থেকে ১নং বিবাদীর সম্পাদনায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে বিভিন্ন সময়ে বাদীদেও বিরোদ্ধে মারাত্তক ভাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কুরুচিপূর্ণ ও মানহানীকর সংবাদ প্রকাশ করায় তাদের ২৫০ কোটি টাকার মানহানী হয়েছে। মামলার অন্য আসামীরা হলেন, বানিয়াচং উপজেলার পাঠানটুলা গ্রামের রায়হান উদ্দিন সুমন, সদর উপজেলার মশাজান গ্রামের তারেক হাবিব, চিড়াকান্দি এলাকার নূরুজ্জামান মানিক, সুনারু গ্রামের সুমন্ত দাশ, একই এলাকার উজ্জল দাশ চিনু, শুভ দাশ, রাসু দাস, সুমন দাস হরি, বানিয়াচং উপজেলার দড়ওয়া গ্রামের গৌতম দাশ মানিক, হবিগঞ্জ শহরের শায়েস্থানগর এলাকার বাসিন্দা এম এ রাজা, সদর উপজেলার দরিয়াপুর গ্রামের শাহনূর বখত চৌধুরী ঝলক ও লাখাই উপজেলার বামই পশ্চিম গ্রামের হারুনূও রশিদ হারুন, এর আগে আমার হবিগঞ্জ পত্রিকা অনুমুতি নেওয়ার সময় অস্তিত্তহীন ছাপা খানার নাম ব্যবহার সহ বিভিন্ন অভীযোগে সুশান্ত দাশ গুপ্ত ও শোয়েব চৌধুরী কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা প্রশাসন। এছাড়া সুশান্ত দাশ গুপ্তর বিরোদ্ধে বিজ্ঞ বিচারকের আদেশে আদালতের নাজির ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন।
সূত্র: দৈনিক প্রতিদিনের বাণী,হবিগঞ্জ




error: Content is protected !!