সেনবাগে ঘরে মুরগী ডুকাকে কেন্দ্র করে এক মহিলাকে ছুরিকাঘাতে আহত

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ পৌরসভার বাবুপুর গ্রামে বসতঘরে মুরগীর বাচ্ছা ডুকাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে জহুরা খাতুন (৪৫)নামে এক মহিলাকে এলোপাথাড়ী কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠেছে একই বাড়ির জহির (৩০) ও তার স্ত্রী আঁখি আক্তার (২৫) বিরুদ্ধে। পরে স্থানীয়রা ওই মহিলা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি করান। ওই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিরার বিকেলে সেনবাগ পৌরসভার ৯নং ওয়ার্ডের বাবুপুর গ্রামের রশিদ ড্রাইভারের বাড়িতে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে রশিদ ড্রাইভারের বাড়ির জহিরের বসতঘরে জহুরা খাতুনের মুরগির বাচ্ছা ডুকাকে কেন্দ্র করে জহিরের স্ত্রী আঁখি আক্তার (২৫)এর সাথে ঝগড়া হয়। ঝড়গার এক পর্যায়ে আঁখি আক্তার বিষয়টি মোবাইলফোনে জহির (৩০)কে জানায়। এরপর জহির ঘটনাস্থলে পৌছে ঝগড়ার একপর্যায়ে জহির ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জহুরা খাতুনের পিটে ও বাম হাতের বাহুতে এলোপাতাড়ী কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় শুক্রবার বিকেলে জহুরার স্বামী আব্দুল মতিন বাদী হয়ে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চত করে জানান,এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে,আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।




error: Content is protected !!