সেনবাগে ডায়াগনস্টি সেন্টারকে সিলগালা

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মে ২৮, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনায় ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে ২টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেয়া হয়।শনিবার সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহিবুস সালাম খাঁন সবুজের নেতৃত্বে একটি দল উপজেলার সেনবাগ পৌর শহর,ছাতারপাইয়া, কানকিরহাট সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।এ সময় কোন ধরনের কাগজপত্র না থাকায় উপজেলার কানকিরহাট বাজারে সিটি ডায়াগনস্টিক সেন্টার এবং ছাতারপাইয়া বাজারে জেনুইন ডায়াগনস্টিক ল্যাব সিলগালা করে দেয়া হয়।এ ছাড়া যে সকল প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র আপডেট নেই তাদের দ্রুত সময়ের মধ্যে কাগজপত্র আপডেট করতে নির্দেশনা প্রদান করা হয়।অভিযানে অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডাঃ সাইফুল্লাহ রাসেল এবং এমওডিসি ডাঃ কামাল হোসেন সহ ৮ সদস্যের একটি টিম অংশ নেন।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহিবুস সালাম খাঁন সবুজ জানান স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনায় উক্ত অভিযান পরিচালনা করা হয় এবং এটি অব্যাহত থাকবে।



error: Content is protected !!