মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোযাখালীর সেনবাগে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির দক্ষিন মোহাম্মদপুর ৫নং ওয়ার্ড থেকে টানা ৫বারের নির্বাচিত মেম্বারের জহির হোসেন স্বপনের নামে ফেইজবুকে ফেক আইডি খুলে মিথ্যা প্রচারনার প্রতিবাদের ও প্রতিপক্ষ মেম্বার প্রাথীর ওপর হামলা কারীদের বিরুদ্ধে আইনি প্রদক্ষেপ নেওয়ার দাবীতের সংবাদ সম্মেলন করেছে ৫বারের মতো সদ্য নির্বাচিত মেম্বার জহির হোসেন স্বপন। আজ রোববার দুুপুরে সেনবাগ প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,ওয়ার্ডে বিশিষ্ঠ সমাজসেবক কামাল উদ্দিন,শাহাজাহান সাজু, আশ্রাফুল আলম শাওন, নুর ইসলাম,আবু সুফিযান চৌধুরী, আবুল কালাম,মোঃ নুরুল আমিন খোকন, দলিলুর রহমান প্রমুখ
সংবাদ সম্মেলনে জহির হোসেন স্বপন অভিযোগ করে বলেন, তিনি ৭নং মোহাম্মদপুর ইউপির দক্ষিন মোহাম্মদপুর ৫নং ওয়ার্ড থেকে টানা জনগনের ভোটে সদস্য মেম্বার সদস্য নির্বাচিত হয়ে আসছিলেন। গত ১৫জুন অনুষ্ঠিত মোহাম্মদপুর ইউপির নির্বাচনে তিনি ৫বারের মতো বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হন। কিন্তু একটি মহল তার প্রতি ইর্ষন্বিত হয়ে তার নামে ভুয়া ফেক ফেইজবুক আইডি খুলে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি তার নজরে আসায় তিনি ওই আইডির বিরুদ্ধে আইনি প্রদক্ষেপ নেওয়ার জন্য শুক্রবার ১৭ জুন সেনবাগ থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। কিন্তু এখন পর্যন্ত থানা পুলিশ ওই আইডি পরিচালনা কারীকের এখন পর্যন্ত সনাক্ত করতে পারেনী। এ সময় তিনি আরো বলেন ১৫জুন ভোটের আগের রাতে তার প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রাথী আলী আহম্মদ লিটন ওপর যারা হামলা চালিয়েছে তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতারের দাবী জানান। এ সময় সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, আমার ফেজবুক আইডির নাম ইংরেজিতে ঝঙচঙঘ গঅগইঊজ কিন্তু প্রতারক চক্রটি তার আইডিটি বাংলায় হুবহুব নকল করে ও ছবি ব্যবহার করে সপন মেম্বার নাম দিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ট্রি ছড়াচ্ছ। তাই তিনি ওই পেজবুক আইডির এডমিনকে সনাক্ত করে আইনের আওতায় আনার থানা পুলিশের প্রতি দাবী জানান।