মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
মজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পের আওতায় নোয়াখালীর সেনবাগে জমি ও ঘর পেলেন আরো ৩০ জমি ও গৃহহীন পরিবার।বুধবার মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করার পর উপজেলা অডিটোরিয়ামে ভূমি ও গৃহহীন ৩০ পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ও সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি।উপজেলা সমাজসেবা কর্মকর্তা নসরুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন কানন, কেশারপাড় ইউপির চেয়ারম্যান বেলাল ভূঁইয়া,কাদরা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া, অর্জুনতলা ইউপির চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি, নবী পুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন, ইউ আর সি ইন্সট্রাক্টর বলরাম চন্দ্র মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আলম,বিআরডিবি কর্মকর্তা হাসিনা আক্তার, ইসলামি ফাউন্ডেশনের সেনবাগ উপজেলা কো-অর্ডিনেটর শাহিন আক্তার, জেলা পরিষদের সাবেক সদস্য রেজিয়া আক্তার বকুল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ঘর পাওয়া পরিবারের সদস্যরা। ঈদের প্রাক্কালে মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহার পেয়ে জমি ও ঘর পাওয়া ভূমি ও গৃহহীন পরিবার গুলো কে খুবই আবেগি ও উচ্চসিত হতে দেখা যায়।