সেনবাগে বিট ও কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
 নোয়াখালীর সেনবাগ থানার আয়োজনে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারির সভাপতিত্বে ও ওসি তদন্ত রুহুল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোর্তাহিম বিল্লাহ।বিশেষ অতিথি ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।সভায় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মঞ্জুর মোরশেদ আলম,নলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম শিপন,সাংবাদিক এন এইচ সুমন, সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র-২ মহিন উদ্দিন, কাউন্সিলর বদরুল হোসেন,আলমগীর হোসেন,আওয়ামীলীগ নেতা ইয়াছিন দুলাল, ব্যবসায়ী শংকর চন্দ্র মজুমদার, এমাম হোসেন প্রমূখ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল,কাউন্সিলর কামাল উদ্দিন, আইয়ুব আলী মিয়াজি,সেনবাগ থানার এস আই মিথুন, এস আই কাউছার আহমেদ সহ শিক্ষক,সাংবাদিক,ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ।সভায় অতিথি বৃন্দ মাদক নির্মূলে থানা প্রশাসন কে সহযোগিতা করতে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে এবং সচেতনতা সৃষ্টির আহবান জানান।



error: Content is protected !!