মোঃইব্রাহিম সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৩১ বছর পর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক মা একটি বাচ্ছা জন্ম দিয়েছে। সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৯১ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও নানা জটিলতার কারণে (ওটি) অপারেশন থিয়েটারটি চালু করা যায়নি।বিগত কয়েক মাস আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসাবে ডাক্তার মজিবুস ছালাম খান সবুজ যোগদান করার পর তিনি এলাকার গর্ভবতী মা’দের কথা চিন্তা করে ঊর্ধ্বতন কর্তপক্ষের সঙ্গে কথা বলে অপারেশ থিয়েটারটি (ওটি) চালু করেন এবং দীর্ঘ ৩১ বছর পর তার বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সেনবাগ উপজেলা কাদরা গ্রামের তিমু রানী সাহা নামের এক গর্ভবতী মায়ের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি বাচ্ছা ভূমিষ্ট করা হয়। বর্তমানে মা ও বাচ্ছা দুইজনই সুস্থ আছে বলে নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মজিবুস ছালাম খান সবুজ। একদিন আগে একজন রোগীর পেটের বামদিকে টিউমার অপারেশন করা হয়। এছাড়ও হাসপাতালে ২৪ ঘন্টা নরমাল ডেলিভারি ও বিনামূল্যে ওষুধ সরববাহ করা হচ্ছে বলেও জানান ডাক্তার মজিবুস ছালাম খান সবুজ।অপারেশন পরিচালনা করেন জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) সার্জন ডাঃ ফারজানা রায়হান বিথী এবং অ্যানেস্থেশিয়া দেন ডাঃ মোঃ মহিবুস ছালাম খান সবুজ। এসময় আরো সহযোগিতায় ছিলেন জুনিয়র কনসালট্যান্ট (অ্যানাস্থেশিয়া) ডাঃ মোঃ জোবায়েত চৌধুরী, ডাঃ সাইফুল্লাহ রাসেল, রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা (এমওডিসি) ডাঃ কামাল হোসেন ও ডাঃ ফারহানা ইয়াসমিন।