সৈয়দপুর ঢেলাপীর হাট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরের ঢেলাপীর হাট হতে আব্দুল মালেক (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১৫জুন) সকালে সৈয়দপুর উপজেলার ওই হাট সংলগ্ন সাইকেল স্টান হতে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ড এর ফকির পাড়ার শহিদুল ইসলাম সাবান ও ডিটারজেন পাউডার এর সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

সৈয়দপুরের শেষ সীমানা ঢেলাপীর হাট সংলগ্ন নীলফামারীর সংগলশী ইউনিয়ন এলাকায় থেকে সকাল বেলা মৃতদেহ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।
পরে ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার পরিবারের সদস্যরা জানান, রাতে আব্দুল মালেক তার ঘরে একাই ঘুমিয়ে ছিল। সকালে ওঠেই তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করা হলে লোক মারফতে জানা যায়, ঢেলাপীরে তার মৃতদেহ পড়ে আছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, সুরতাহাল রিপোর্টে লাশের শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।




error: Content is protected !!