হবিগঞ্জের সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার শফিউল ইসলাম তছকির স্ব-পদ থেকে পদত্যাগ করেছেন। আজ বিকেলে হবিগন্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যক্তিগত সমস্যা দেখিয়ে পদত্যাগ পত্র জমা দেন। জানা যায় শফিউল ইসলাম তছকির টানা ৯ বছর উক্ত ওয়ার্ডে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু একটি কুচক্রিমহল তার জনপ্রিয়তায় ঈর্ষাম্বিত হয়ে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এমনকি তাকে বেকায়দায় ফেলতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ক্ষোভেই মেম্বার তছকির পদ থেকে পদত্যাগ করেছেন বলে একটি সূত্রে জানা গেছে। এব্যাপারে তছকির মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তবে কি কারণে পদত্যাগ করেছেন জানতে চাইলে তিনি তার ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেন। তবে পরবর্তীতে পদত্যাগসহ বিভিন্ন বিষয়ে মিডিয়ার সামনে তুলে ধরবেন বলে তিনি জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল এর বক্তব্য নিতে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তিনি বহুলা গ্রামে করোনায় নিহত ব্যক্তির লাশ দাফনে ব্যাস্থ ছিলেন বলে অফিস সূত্রে জানা গেছে।