হবিগঞ্জ পল্লী  বিদ্যুৎ সমিতি সদর দপ্তর যথাযোগ্য মর্যাদায় ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ স্বাধীনতা মহান স্থপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস – ২০২২ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সদর দপ্তরে  ” হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ  সমিতি  ”  রেলওয়ে পার্কিং এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরাল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ,  শোক র ্যালী ,  আলোচনা সভা  ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  । সোমবার ( ১৫ আগস্ট )  সকালে সূর্যোদয়ের সাথে হপবিস সদর দপ্তর  রেলওয়ে পার্কিংয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরাল প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে দিন ব্যাপী কার্যক্রমের শুভ সুচনা করে হপবিস কর্মকর্তা – কর্মচারী বৃন্দ  । এ সময় উপস্থিত ছিলেন হপবিস সদর দপ্তরের কর্মকর্তা – কর্মচারী ,  উপজেলা প্রশাসন  ,  থানা পুলিশ প্রশাসন৷ ,  উপজেলা পরিষদ ,  জনপ্রতিনিধি  ,  উপজেলা  ও পৌর আওয়ামী লীগ  ,  যুবলীগ ,  ছাত্র লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ  ,  বিভিন্ন সরকারী – বেসরকারি কর্মকর্তা  – কর্মচারী ,  সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী  ,  শিক্ষক ও শিক্ষিকা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নানা   শ্রেণীর মানুষ অংশ গ্রহন করে বিশাল বর্ণাঢ্য র ্যালী ও মৌন মিছিল নিয়ে পথ প্রদক্ষিন করে  । সকাল  সাড়ে ১০ টায় হপবিস সদর দপ্তরে আয়োজনে এবং হপবিস এর সিনিয়র জেনারেল ম্যানেজার আলহাজ্ব মোঃ মোতাহের হোসেন  এর সভাপতিত্বে সদর দপ্তরের কর্মকর্তা – কর্মচারী ,  সমিতি বোর্ডের পরিচালক বৃন্দ   উপস্থিতিতে  এক শোক দিবস উপলক্ষে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়  ।  এদিকে  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও  জাতীয় শোক দিবসে   হবিগঞ্জ পৌর শহরে রাজানগর এলাকায়   ” হবিগঞ্জ ইসলামিয়া এতিম খানা মাদ্রাসা  ” শতাধিক শিশুদের মাঝে  উন্নত মানের খাদ্য পরিবেশন করা হয়  ।




error: Content is protected !!