হাকিমপুর(হিলি) পৌরসভার সাড়ে ৩হাজার পরিবার পেল প্রধান মন্ত্রীর ঈদ উপহার
আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার ভিজিএফ কর্মসুচীর আওতায় আজ সোমবার সকাল ১০টায় পৌর সভা কার্যলয়ে অসহায় দুস্থ ৩০৮১টি পরিবারকে জন প্রতি ৪৫০ টাকা ওপ্রধান মন্ত্রী র বিশেষ বরাদ্দ হিসেবে ৩০০ পরিবারকে ৫০০টাকা করে ঈদ উপহার বিতরন করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।সারা পৃথিবীর মহামারী কোভিড১৯ভাইরাসের সংক্রমের দ্বিতীয় ঢেউয়ে সারা দেশে লক ডাউন চলছে এসময়ে অসহায় গরীব দুখী খেটে খাওয়া মানুষেরা পড়েছে চরম বিপাকে। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর সহায়তা হিসেবে এউপহার পেয়ে ঈদ উৎযাপন করতে পারবেন এসকল পরিবার
পৌরসভার ৯টি ওয়ার্ভে ঈদ উপহার হিসেবে উক্ত পরিমান ঈদ উপহারের টাকা বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সেক্রেটারি নাসিম আহম্মেদ টুকু সহ আওয়ামী লীগের নেতৃ বৃন্দ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কমিশনার ও মহিলা কমিশনার গন উপস্থিত ছিলেন।