![হাটহাজারীতে আওয়ামীলীগ নেতা এম,এ ওহাব এর নবম মৃত্যু বার্ষিকী](https://dailyoporad.com/wp-content/uploads/2020/10/FB_IMG_1603856249475-scaled.jpg?v=1603895452)
হাটহাজারী( চট্রগ্রাম) উপজেলা সংবাদদাতাঃ
আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক সাংসদ মরহুম এম এ ওহাব সাহেবের নবম মৃত্য বার্ষিকী ৷
হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ অংগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে ২৯ তারিখ সকাল ১০টায় মরহুমের কবর জেয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হবে ৷
সংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্হিত থাকতে বলা হয়েছে। এই উপলক্বে তার পরিবার ও দলিয় ভাবে ্ববিভিন্ন কর্মসুচী হাতে নেওয়া হয়েছে।।