আসলাম পারভেজ,হাটহাজারী★
হাটহাজারী উপজেলা চারিয়া বোর্ড স্কুল পশ্চিম পাশে মুরাদপুর এলাকা থেকে ১২ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।
শনিবার ( ৪সেপ্টেম্বর ) রাতে সহঃবন সংরক্ষক মোস্তফা আল হোসাইন নেতৃত্বে রেন্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী সহযোগিতার বন বিভাগে আওয়তাধীন এলাকায় সাপটি অবমুক্ত করা হয়।
বন বিভাগের সুত্রে জানা যায় চারিয়া বোর্ড স্কুল এর পশ্চিম পাশে মুরাদপুর এলাকায় জলাশয় সাপটি দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় বন বিভাগকে খবর দিলে অজগর সাপটি উদ্ধার করে। পরে উপজেলা বন বিভাগ কর্তৃপক্ষ অজগরটি বনে অবমুক্ত করা হয়।
সহঃবন সংরক্ষক মোস্তফা আল হোসাইন প্রতিবেদককে জানান,শনিবাররাত ৮টায় চারিয়া বোর্ড স্কুলের মুরাদপুর এলাকার পূর্ব পাশে জলাশয়ে সাপ দেখতে পাই এলাকাবাসী। পরে আমাদের খবর দিলে আমরা সাপটিকে উদ্ধার করে রাতে বনে অবমুক্ত করি। সাপটি দৈর্ঘ্য ১২ফুট ১৫কেজি ওজন।
তিনি আরো বলেন, গহীন বনে অজগর সাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং এখানে তাদের খাদ্য রয়েছে। তাই এখানেই সাপটিকে অবমুক্ত করা হয়েছে