হাটহাজারীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

আসলাম পারভেজ, চট্টগ্রাম থেকে
হাটহাজারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহন করেন। কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুকে নিয়ে গান ও নৃত্য প্রতিযোগীতা। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, হাতের লেখা প্রতিযোগীতা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, পায়রা, বেলুন, উড়িয়ে এবং কেক কেটে আড়ম্বরের সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন। আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মিলাদ মাহফিল দোয়া / প্রার্থনা অনুষ্ঠান। ফরহাদাবাদ শিশু পরিবার ও শেখ রাসেল শিশু প্রশিক্ষন কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন। জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কিত ডকুমেন্টারী প্রদর্শন ও আতশবাজি উৎসব। উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। সভায় বঙ্গবন্ধুর জীবন ও শিশু দিবসের উপর গুরুত্ব আরোপ করে স্বগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ওসি মোঃ রফিকুল ইসলাম।
সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতদিন ব্যপী মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে এক হতদরিদ্র বয়স্ক ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।




error: Content is protected !!