হাটহাজারী উপজেলার সুন্দ্বীপ কলোনীতে পাহাড় কাটার বিরুদ্বে অভিযান পাহাড় কর্তনকারীরা সটকে পড়ে

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

 

আসলাম পারভেজ, হাটহাজারী*

হাটহাজারী উপজেলার পশ্চিমে পৌর এলাকার সন্ধীপ কলোনীতে দীর্ঘ দিন ধরে পর্দা টাঙ্গাইয়া পাহাড় কাটাছে। রবিবার এ খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন সকালে দ্রত পাহাড়কাটার স্থলে পৌছে। তবে তিনি যাবার আগেই  পাহাড় কর্তনকারীরা আগে ভাগে সটকে পড়ে। তবে কাউকে আটক করতে না পারলেও পর্দাগুলো আগুন দিয়ে পুড়ে দেয়। এ সময় নির্বাহী অফিসার বলেন, উক্ত এলাকার পাহাড় কর্তন কারীদের খোজ নিয়ে তাদের বিরোদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। হাটহাজারীর বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে পাহাড় কেটে এলাকার পরিবেশ বিনষ্ট করে আসছ । প্রতিদিন রাতের অন্ধকারে এই পাহাড় গুলো কাটতে থাকে এক শ্রেনীর অর্থলোভীরা।




error: Content is protected !!