হাটহাজারী কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন।পাঁচ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

আসলাম পারভেজ হাটহাজারী
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন এর অংশ হিসেবে হাটহাজারীর শতবর্ষীয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাটিরহাট উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদের উদ্যোগে পাঁচ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন। গত মঙ্গলবার (৫ অক্টোবর) বিদ্যালয়ের আবদুল ওয়াদুদ সেরেস্তাদার মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সভাপতি প্রতিস্ঠাতার দৌহিত্র জিয়াউল কুদ্দুস।
অবসরপ্রাপ্ত সংবর্ধিত শিক্ষক সাবেক প্রধান শিক্ষক মাকসুদ আহমদ,সাবেক প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মিহির কান্তি শীল, সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ এ টি এম মুছা, আলহাজ গোলাম কাদের কুতুবী,জীবন কৃষ্ঞ মুখার্জী,
বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ এম মহিউদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদ এর সাবেক সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ হোসেন চৌধুরী, ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাহার মিয়া চৌধুরী, সাবেক অভিভাবক সদস্য সোহরাব হোসাইন চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম জুলফিকার, শিক্ষক পরিষদের পক্ষে বক্তব্য রাখেন আলহাজ মাওলানা নুরুল আবছার শরীফ। পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সিনিয়র শিক্ষক মো. কলিম উদ্দীন, পবিত্র গীতা থেকে পাঠ করেন সহকারী শিক্ষক অরুণ কুমার দে।
পূর্বাহ্নে সংবর্ধেয় শিক্ষকদের সম্মাননা স্মারক ও বিদ্যালয় এর উপহার সামগ্রী প্রদান করা হয়।

ছবির ক্যাপশন–
১) বিশ্ব শিক্ষক দিবসে কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিচালনা পরিষদ এর সভাপতি জিয়াউল কুদ্দুস
২) বিশ্ব শিক্ষক দিবসে কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংবর্ধিত সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিহির কান্তি শীল




error: Content is protected !!