হাটহাজারী ফরহাদাবাদ ইউপি নির্বাচন নমিনেশন জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দীন উদালিয়া চেয়ারম্যান পদে ৬ সংরক্ষিত ১৪ সাধারণ সদস্য ৪৮

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মে ১৭, ২০২২
আসলাম পারভেজ হাটহাজারী
আগামি ১৫ জুন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে নমিনেশন  জমা দিয়েছেন মোঃ নাসির উদ্দীন প্রকাশ নাসির উদ্দীন উদালিয়া। মঙ্গলবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাচন কার্যালয়ে সমর্থকদের নিয়ে তিনি ফরম জমা দেন। তিনি হাটহাজারী উপজেলা যুবলীগের সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতা। বিগত ১৬ সালের ৮ মে’র নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে দ্বিতীয় হয়েছিলেন। নমিনেশন ফরম জমা দিয়ে  তিনি বলেন, এলাকার সাধারণ জনগণের অনুরোধে তিনি নির্বাচনে অংশগ্রহন করতে বাধ্য হয়েছেন। জনগণের ভালবাসাকে উপেক্ষিত করতে পারেন নি। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে এলাকার সবাইকে সম্মানিত এবং সম্মান দেবন। দীর্ঘদিন যাবৎ ইউনিয়নের অবহেলিত এলাকাগুলোকে উন্নয়নের খাতায় লিপিবদ্ধ করবেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২১ সালের ২৮ নভেম্বর হাটহাজারী উপজেলার ১৩ টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হলেও মামলার জটিলতায় আটকে গিয়েছিল ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন। সম্প্রতি জটিলতা নিরসন হলে আগামি ১৫ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশনার। ২৫ এপ্রিল তফসিল ঘোষণার পর পরই সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল। এসময় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী (নৌকা) মোঃ শওকত আলম শওকত, মোঃ নাসির উদ্দীন উদালিয়া স্বতন্ত্র, মোঃ মুজিবুর আলম চৌধুরী স্বতন্ত্র, মোহাম্মদ সেলিম উদ্দীন স্বতন্ত্র, মোঃ তারেক আলম স্বতন্ত্র, মুহাম্মদ নাছির উদ্দীন প্রকাশ নাছির মেম্বার স্বতন্ত্র সহ ছয়জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া সংরক্ষিত পদে ১৪জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। আগামিকাল বৃহস্পতিবার (১৯ মে) রিটার্নিং অফিসারের কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ। ২৬ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং প্রতীক বরাদ্দ ২৭ মে নির্ধারন করা হয়েছে। নির্বাচনে নয়টি ওয়ার্ডে ১১ টি ভোটকেন্দ্রের ৮১ টি ভোটকক্ষে ২৪ হাজার ৬২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮০৫ ও মহিলা ভোটার ১১ হাজার ৮১৫ জন।



error: Content is protected !!