হাটাজারীর একদল তরুণ অক্সিজেন নিয়ে ছুটছে মানুষের বাড়ি বাড়ি।

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

আসলাম পারভেজ, হাটহাজারীঃ প্রায় রাত ১১.৩০। অধিকাংশ মানুষ সারাদিনের ক্লান্তি শেষে শরীর এলিয়ে দিয়েছেন বিছানায়।এত রাত্রেও মানব সেবার ব্রত নিয়ে এগিয়ে চলা একদল তরুণ অক্সিজেন নিয়ে ছুটছে মানুষের বাড়ি বাড়ি। গতকাল রাত্রে “কড়িয়ার দীঘির পাড় হোম আইসোলেশন সেবা” থেকে ২ জন রোগীকে অক্সিজেন সহ অন্যান্য সেবা প্রদান করা হয়। করোনাকালে যখন ছেলে পালাচ্ছে মা-বাবা কে রেখে, স্ত্রী পালাচ্ছে স্বামীকে রেখে। যখন দেশের মানুষ প্রতিনিয়ত সাহেদ, সাবরিনাদের মত অমানুষদের বর্বরোচিত কার্যক্রম দেখে দিশেহারা, তখন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা স্বপ্নকামী তরুণদের এরকম উদ্যেগগুলো মানুষকে অনুপ্রাণিত করে, সাহস যোগায়। এ পর্যন্ত আমাদের আইসোলেশন সেবার পক্ষ থেকে প্রায় ২০ জন রোগীকে অক্সিজেন সহ অন্যান্য সেবা প্রদান করা হয়েছে। যারা তাদের আর্থিকভাবে এবং শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্যা ধন্যবাদ।




error: Content is protected !!