হিলিতে একজন ডাক্তারসহ চার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

রবিউল ইসলাম সুইট, হিলি(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় (হিলি) নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান জানান, গত বুধবার (২২ জুলাই) ২০ জনের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ (২৭ জুলাই) সোমবার সন্ধ্যায় ২০ জনের মধ্য থেকে ৪ জনের ফলাফল পজিটিভ এসেছে।

করোনাভাইরাসে আক্রান্তরা হলেন, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হামিদুর রহমান, হিলি স্থলবন্দর জনতা ব্যাংকের দুইজন কর্মকর্তা রেজাউল করিম ও হোসেন আলী এবং হাকিমপুর পৌর এলাকার মুন্সিপাড়ার শিখা রহমান।




error: Content is protected !!