হিলিতে এক গৃহ বধুর লাশ হাসপাতালে রেখে স্বামী পলাতকঃ

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মে ১, ২০২১

আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার (হিলি) হাকিমপুর স্বাস্থ্যকমপ্লেক্ম হাসপাতালে এক গৃহ বধুর লাশ রেখে স্বামী সহ শশুর বাড়ির লোকজন পালিয়েছে।
আজ ১লা মে সকাল ৮ঘটিকায় উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামের মুকুলেরষ ছেলে সুজন তার স্ত্রী নাছরিন (২১) কে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নাছরিন কে মৃত ঘোষনা করেন ঠিক তখনই সুযোগ বুঝে ঐগৃহ বধুর শশুর বাড়ির লোকজনসকৌশলে হাসপাতাল হতে পালিয়ে যায়।
ঐ গৃহ বধুর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ হাসপাতাল হতে লাশ থানায় নিয়ে যায়।
ঘটনার বিবরনে জানাযায় এক ই উপজেলার বলরামপুর গ্রামের জাইদুলের মেয়ে নাছরিনের সঙ্গে বড় ডাঙ্গা পাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে সুজনের সহিত বিবাহ হয়।
তাদের সংসারে ১বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
আজ সকালে স্বামী স্ত্রী গন্ডগোলের এক পর্যায়ে নাছরিন গলায় ওড়না
পেছিয়ে আত্মহত্যা করেছে বলে নাছরিনের শশুর বাড়ির লোকজন জানান
কিন্তু নাছরিনের বাবা মায়ের দাবী তাদের মেয়েকে হত্যা করা হয়েছে।
কারণ বিয়ের পর হতে তাদের মেয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো।
নাছরিনকে শশুর বাড়িরষলোকজন একদম সহ্য করতে পারত না এব্যাপারে অনেকবার বিচার শালিস হয়েছে আজ আমার মেয়ে কে ওরা হত্যা করেছে বলে থানায় নাছরিনের মা বাবা অভিযোগ সকরেন।
এ ব্যাপারে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন ঘটনা জানতে পেরে হাসপাতাল হতে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মেডিকেল রিপোট পাওয়ার পর জানা যাবে হত্যা না আত্মহত্যা




error: Content is protected !!