রবিউল ইসলাম সুইট, হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
হিলিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে বাড়ি তল্লাশি করে কসমেটিকস, শাড়ি, ইয়াবা ও ফেন্সিডিল সহ এক যুবক আটক।
হাকিমপুর উপজেলাকে মাদক মুক্ত করার জিরো টলারেন্স ভূমিকায় কাজ করা থানা অফিসার ইনচার্জ আব্দর রাজ্জক জানান, জেলা পুলিশ সুপার এর নির্দেশে সঙ্গীয় ফোর্স সহ রোববার ভোর ৪.৩০ মিনিটে উপজেলার ১ নম্বর খট্টামাধবপাড়া ইউনিয়নের নন্দিপুর গ্ৰামের মোঃ জাহাঙ্গীর আলম (৩৬) এর বাড়ি তল্লাশি করে ২০৪ পিচ ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিল, ৫৫ টি ভারতীয় শাড়ি ও শুল্ক ফাকি দিয়ে নিয়ে আসা বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস ও পণ্যসামগ্রী সহ বাড়ির মালিকে আটক করা হয়। আটককৃত জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাদক ও ভারতীয়
বিভিন্ন পন্যের ব্যবসা করে আসছিল এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায়।
আটককৃত মাদক চোরাকারবারি মোঃ জাহাঙ্গীর আলম (৩৬) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্ৰামের মৃত কাফি মন্ডল এর ছেলে।
তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য ও চোরাচালান আইনে নিয়মিত মামলা দ্বয়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।