
আসলাম উদ্দিন,উপজেলা প্রতিনিধি
হাকিম পুর দিনাজপুরঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি নওপাড়া রেল গেট বাজার সংলগ্ন বাড়িতে অভিযান চালিয়ে ২জন কে ২২৯পিছ ফেনসিডিল সহ আটক করেছে ডিবি
পুলিশের একটি বিশেষ টীম।
দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার আনোয়ার হোসেন বি পি এম পি পি এম (বার)এর সার্বিক তত্তাবধানে ডিবি পুলিশের ওসি জাফর ঈমামের নেতৃত্বে এস আই জনক চন্দ্র রায় এ এস আই ইয়াকুব এ এস আই মনারুল ওসঙ্গীয় ফোর্স সহ হাকিমপুর উপজেলার সাতকুড়ি রেল গেট নওপাড়া সংলগ্ন আসামীদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২২৯পিছ ফেনসিডিল সহ হাতে নাতে বাড়ির মালিক আবুল কালাম(৬৫) ওতার ছেলের বউকে গ্রেফতার করে।
জানা যায় আবুল কালামের ছেলে কাজল ও তার স্ত্রী দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এক সদস্য আবুল কালামের বাড়িতে ফেন সিডিল ক্রয় করতে যায়।কাজলের স্ত্রী ঐ ডিবি পুলিশ সদস্যের নিকট ফেনসিডিল বিক্রয় করে।এরি সুত্র ধরে ডিবি পুলিশের একটি টীম অভিযান চালিয়ে তাদেরষ আটক করতে সক্ষম হন।
আসামীদের নামে মাদক আইনে মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে।