হিলিতে বিজিবি ও ভারতীয় বিএসএফ উচ্চ পর্যায়ের অফিসারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২০

আসলাম উদ্দিন, জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
দিনাজপুরের হিলি সীমান্তের ০পয়েন্টে বর্ডার গার্ড (বিজিবি)ও ভারতীয় সীমান্ত রক্ষী বিএস এফ দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিজিবি২০ব‍্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফেরদৌস হাসান টিটো ওভারতীয় পতিরাম১৯৯ বি এস এফ ব‍্যাটলিয়নের নবাগত অধিনায়ক অজয় কুমার তিওয়ারী এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন।
দুদেশের অফিসারদের মাঝে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়।
এর পর তারা প্রায় ২ঘন্টা ব‍্যাপী সীমান্তের বিভিন্ন সমস‍্যা নিয়ে আলোচনায় মিলিত হন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজিবি জয়পুর হাট ২০ ব‍্যাটালিয়নের টু আইসি মেজর আবু নাঈম হিলি আইসিপি ক‍্যাম্প কমান্ডার তবিবুর রহমান বিএস এফ হিলি ক‍্যাম্প কমান্ডার জগদীশ সহ উভয় দেশের সৈনিকরা উপস্থিত ছিলেন।




error: Content is protected !!