হিলিতে মাস্ক ব্যবহার না করায় ২২ জনকে ভ্রাম্যমাণ আদালতের আট হাজার টাকা জরিমানা
আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
বর্তমানে সারাদেশে করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ চলছে। তাই করোনা ভাইরাস এর ভয়াল থাবা থেকে রক্ষা পেতে দিনাজপুরের হাকিমপুর, হিলিতে মাস্ক ব্যবহার নিশ্চিত এবং মাস্ক ব্যবহার না করায় পথচারী,মটরসাইকেল চালকসহ ২২ জনকে আট হাজার টাকা (৮০০০) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার মংলাবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেস্ট মোহাম্মদ নুর-এ আলম এই জরিমানা করেন।
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। তাই জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং মাস্কের ব্যবহার নিশ্চিতের লক্ষে আমাদের এই অভিযান।অভিযানে মাস্ক ব্যবহার না করায় পথচারী মটরসাইকেলের চালকসহ বাইসজনকে এই জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।