হিলিতে সরকারী আদেশ অমান্য করে দোকান খুলে রাখা ও মাক্ম বিহীন চলাচলের জন্য ৮জনকে জরিমানা
আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
কোভিড১৯সংক্রমন বৃদ্ধির কারনে সারা দেশে লকডাউন চলছে সকাল ৯টাহতে বৈকাল ৫টা পর্যন্ত দোকান পাট খুলে রাখতে হবে মাক্ম বিহীন বাহিরে চলাচল করা যাবে না সরকারী এ আদেশ অমান্য করে দিনাজপুরের হিলিতে দোকান খুলে রাখা ও মাক্ম বিহীন রাস্তা ঘাটে ঘুরে বেড়ানোর অপরাধে ১১/০৪/২১ইং বৈকাল ৫ঘটিকার পর দোকানদার সহ ৮জন কে ২ হাজার ১শত টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ওনির্বাহী ম্যাজিষ্টেট নুরে আলম। এসময় তিনি বলেন দেশের ভয়াভয় পরিস্থিতিতে অন্যান্য এলাকার তুলনায় আমাদের এউপজেলাই সংক্রমন নেই বললেই চলে তাই যে কোন মুল্যে এ উপজেলাতে করোনাভাইরাসের সংক্রমন ঠেকানোর জন্য প্রশাসন সব রকম পদক্ষেপ গ্রহন করেছে।প্রচার প্রচারনা চালানো হচ্ছে মাক্ম বিহীন কোন অফিসে সেবা প্রদান করা হচ্ছেনা নিয়মিত মাক্র বিতরন করা হচ্ছে আপনারা নিজে সচেতন হন স্বাস্থ্য বিধি মেনে চলুন। বিনা প্রয়োজনে অযথা রাস্তা ঘাটে ঘুরে বেড়ানো বন্ধ করুন।. তিনি আর ও বলেন জনগনকে সচেতন করতে এ অভিযান চলতে থাকবে।