২০ টাকা মূল্যের খাবারও থাকছে নগর পেরিয়ে এবার হাটহাজারীতে কুটুমবাড়ী

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২

আসলাম পারভেজ, হাটহাজারী
চট্টগ্রাম শহরের ৪ টি শাখার পর হাটহাজারীবাসীর অনুরোধে মানসম্মত খাবার পরিবেশনে এবার হাটহাজারীতে উদ্বোধন হয়েছে কুটুমবাড়ী রেস্তোরা। মঙ্গলবার সকালে এক ঝাঁক তরুণ উদ্যোক্তার উদ্যোগে এ রেস্তোরা উদ্বোধন করা হয়। উদ্বোধন পরবর্তী সাংবাদিকদের এক ব্রিফিংয়ে রেস্তোরার উদ্যেক্তাবৃন্দগণ জানান, দীর্ঘদিনের ইচ্ছে ছিল হাটহাজারীতে কটুমবাড়ীর শাখা উদ্বোধনে। করোনাকালীন সময়ে এতদিন হয়ে উঠেনি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আজ (মঙ্গলবার) উদ্বোধন হল। তারা বলেন, এ রেস্তোরায় বিরানি, চাইনিজসহ সব রকমের বাংলা খাবার থাকবে। কাস্টমারদের চাহিদা এবং সমর্থনের মধ্যে মূল্য রাখা হবে। ২০ টাকা থেকে এ রেস্তোরায় খাবারের মূল্য শুরু। সকালের নাস্তা থেকে শুরু করে সব ধরনের খাবার থাকবে। এখানে বিয়ে, জন্মদিনসহ যে কোন অনুষ্ঠানের খাবার পরিবেশনের ব্যবস্থা থাকবে। কেউ মিটিং সেমিনার করলেও কেবল খাবারের বিল নেয়া হবে। আসন্ন রমজানেও ইফতার সামগ্রি পাওয়া যাবে। উপজেলার যে কোন কমিউনিটি সেন্টারে হঠাৎ খাবারের সংকট হলে এ রেস্তোরা তাৎক্ষণিক তার ব্যবস্থা করতে পারবে। পরিবার পরিজন নিয়ে যে কেউ যে কোন সময়ে নিশ্চিন্তে নিরাপদে এখানে খাবার গ্রহন করতে পারবেন। এসময় রেস্তোরা মালিক টিটু, ফারুক, মুনির, মামুন, নাজিম উদ্দিন, ফরহাদ, রুবেল, জয়নাল, আলাউদ্দিন সাবেক ছাত্রনেতা তারিকুল কালাম তুহিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




error: Content is protected !!