অকাল প্রয়াত জাবি অধ্যাপক ড.হিমেল বরকত স্মরণে মোংলায় স্মরণ সভা অনুষ্ঠিত
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
অকাল প্রয়াত কবি, প্রাবন্ধিক, গীতিকার, গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.হিমেল বরকতের স্মরণে মোংলার মিঠাখালীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।শ্রদ্ধা ভালবাসা আর কবিতা গানের মধ্যেদিয়ে বাংলা সাহিত্যের দেশ বরেণ্য এই কবিকে স্মরণ করলো মোংলার সর্বস্তরের মানুষ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৩ টায় বাগেরহাটের মোংলার মিঠাখালী বাজার পাদদেশে স্মরণ সভার অয়োজন করে রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী।
রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টা মন্ডলির সভাপতি জননেতা মাহমুদ হাছানের সভাপতিত্বে ও মোংলা সরকারি কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় স্মরন সভায় বক্তব্য রাখেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, খুলনা বিশ্ববিদ্যলয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইমরান কামাল, সেন্ট পলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক প্রিন্সেস সুদান হালদার, মোংলা দক্ষিণা হাওয়া সাহিত্য পরিষদের চেয়ারম্যান কবি আফরোজা হীরা, মোংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার, কলতান শিল্পী গোষ্ঠীর সভাপতি জেমস শরত কর্মকার, রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক সুমেল সারাফাত, ড.হিমেলের বাল্য বন্ধু জানে আলম বাবু প্রমূখ।
স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা আ-লীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, বাংলাদেশ বেতার খুলনা উপস্থাপক কিশোর বাড়াই, রুদ্র স্মৃতি সংসদের সহ-সভাপতি প্রাক্তন শিক্ষক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, ইউপি সদস্য আবুল হোসেন, উকিল উদ্দিন ইজারদার সহ ড.হিমেল বরকতের পরিবারের সদস্যরা।
আয়োজিত স্মরণ সভায় কবি হিমেল বরকতের বর্ণাট্য সাহিত্য সাধনাময় জীবনের স্মৃতিচারণ করেন বিশিষ্ট জনেরা। এ সময় কবি হিমেল বরকতের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান পরিবেশন করেন শিল্পী গোলাম মোহাম্মদ, জীবনানন্দ অধিকারী, কুমার শ্রীবাস বালা, কবিতা আবৃত্তি করেন খুলনা বেতারের আবৃত্তি শিল্পী কিশোর কুমার, রাকিবুল ইসলাম রিহাব সহ আরো অনেকে।
ড. হিমেল বরকত ছিলেন প্রয়াত কবি রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর ছোট ভাই। এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের সাবেক ডক শ্রমিক পরিচালনা বোর্ডের ডা. প্রয়াত ওয়ালিউল্লাহর ছোট ছেলে ছিলেন হিমেল।
উলেখ্য, গত শনিবার সকালে অনলাইনে ক্লাস নেয়ার সময় হঠাৎ হার্ট অ্যাটাক করলে তাকে তাৎক্ষণিক ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়। ওইদিন বিকেলে তার প্রিয় কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রথম জানাযা শেষে তাকে মোংলার মিঠাখালীর নিজ বাড়িতে আনা হয়। এরপর সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ড. হিমেল স্ত্রী ও এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ড. হিমেল বরকত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। তিনি ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ২০১০ সালে সহকারী অধ্যাপক, ২০১৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
অধ্যাপক ড. হিমেল বরকত পাঁচটি গ্রন্থের প্রণেতা। তিনি বাংলা সাহিত্য অনুশীলন ও বিকাশে অসাধারণ ভূমিকা রেখেছেন। দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে তার অনেক গবেষণা